সিরিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা গত বছর প্রায় দ্বিগুণ হয়ে ৫৫ লাখে পৌঁছেছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এক প্রতিবেদনে গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধপীড়িত ওই শিশুদের অনেকে অবরুদ্ধ এলাকায় আটকে আছে। তাদের কাছে সহায়তা পৌঁছানোর কোনো উপায় নেই। সেখানকার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ইউনিসেফ জানায়, থাকা-খাওয়ার নিদারুণ কষ্টে সিরিয়ার অনেক শিশু এখন সুরক্ষা, চিকিৎসাসেবা বা মানসিক সমর্থন ছাড়াই বসবাস করছে। তাদের শিক্ষার সুযোগ খুবই কম। কখনো কখনো শিশু ও অন্তঃসত্ত্বা...

